নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) এভিয়েশন ব্যবসায় নামছে। এ উদ্দেশ্যে কোম্পানিটি ‘এসিআই এভিয়োনিক অ্যান্ড এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেড’ নামে একটি সহযোগী কোম্পানি গঠন করবে।
বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসিআই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধনের পরিমাণ আছে ১ কোটি টাকা। এসিআই লিমিটেড ওই কোম্পানির ৭৭ শতাংশ শেয়ার ধারণ করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।