আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপুসহ ৫ জন গ্রেফতার হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকার বংশাল এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুব আলম মিলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু, কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিকী ও সদর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাকিব আহমেদ বাপ্পিকে।
দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের খবর নিশ্চত করে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ জানান, পথে পথে তল্লাসীর সময় তাদের কাছে ব্যানার ও ফেস্টুন দেখে পুলিশ তাদের গ্রেফতার করে। তিনি নেতাকর্মীদের আশু মুক্তি দাবী করে বলেন, এই মাফিয়া ও ফ্যাসিষ্ট সরকারের আয়ূ কমে এসেছে। ক্ষমতার শেষ সময়ে এসে পুলিশ বাহিনী দিয়ে হাসিনা সরকার যা করছে হচ্ছে তা খুবই ন্যক্কার ও দুঃখজনক।