নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাব-অর্ডিনেট বন্ডের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে শেষবারের মতো ৬ মাসের জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির ৮৪৫তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়েছিল।
৬ বছর মেয়াদি পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য এ ফ্লোটিং রেট বন্ডটি ইস্যুর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে আইপিডিসি ফাইন্যান্স।
বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের কুপন হার হবে ৭.৫০ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আইপিডিসি ফাইন্যান্সের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ব্যবহার করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এ বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার শর্তারোপ করেছে বিএসইসি।