সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মানবসেবা স্বপ্ন গ্রুপের সহযোগিতায় ফেসবুক বন্ধুদের অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ২’শতাধিক শিশু, কিশোর-কিশোরী ও নারীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশ করা হয়েছে।
মানবসেবায় স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জের আয়োজনে শনিবার (২২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা শিশু কিশোর-কিশোরীদের জন্য গড়ে উঠা অন্যতম বিনোদন কেন্দ্র শহীদ শেখ রাসেল পৌর স্মৃতি পার্কে উক্ত মধ্যাহৃ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল, বিশিষ্ট সমাজ সেবক, মানবদরদী ১০ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, রুহুল আমিন অপু, জাহিদ হাসান, খালেদুজ্জামান জুয়েল প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও নেতৃত্ব দেন, মানবসেবায় স্বপ্ন গ্রুপ প্রতিষ্ঠাতা ও পুলিশ সদস্য মোঃ শামীম রেজা। এতে সার্বিকভাবে দায়িত্বে ছিলেন, মানবসেবায় স্বপ্ন গ্রুপের এ্যাডমিন আখতারুজ্জামান, আব্দুল আলীম, ইসমাইল হোসেন, আব্দুল মোমিন সহ অন্যান্যরা।
এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রাজিব পুর অটিস্টিকস বিদ্যালয়ের শিক্ষক, ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ