নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্সুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ইন্সুরেন্সের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইন্সুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭২ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। ঐ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৫ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ইফাদ প্রাইম ইন্সুরেন্স। ঐ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০১ পয়সা। এর আগের হিসাব বছরের (২০২০) একই সময়ে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৬৩ পয়সায়।