মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে।
অর্থাৎ সোমবার থেকে সাগরের উদ্দেশ্য যাত্রা করবে কক্সবাজারের জেলেরা। টানা কয়েকদিনের জন্য রসদ নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্য রওনা দেবে তারা। তার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করতে দেখা গেছে ফিসারী ঘাট এলাকায়।
কক্সবাজার মৎস অবতরণ কেন্দ্রর আশপাশে সারি সারি ভাবে দাড়িয়ে আছে শতশত মাছ ধরার ট্রলার। কেউ জাল গুছিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ বাজার সদায়ে ব্যস্ত। সবশেষ প্রস্তুতি নিচ্ছেন তারা।
ট্রলারে তুলার আগে জাল দেখছেন করিম নামের এক জেলে। তিনি বলেন ,নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে চাল ডাল পেয়েছি। তবে, ১০ জনের পরিবারের জন্য তা পর্যাপ্ত ছিল না। এখন সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাছের দেখা মিললে আয় রোজগার ভাল হবে।
জেলা সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া উপজেলায় সাগরে মাছ ধরার ট্রলার আছে প্রায় ছয় হাজার। ট্রলারের জেলেরা বলছেন, বঙ্গোপসাগরের গভীরে গিয়ে জাল ফেললেই ইলিশ ধরা পড়বে। মাছ ধরার পর এসব ইলিশে হাটবাজার ভরে যাবে বলে আশা করছেন তাঁরা।
কক্সবাজার জেলায় মৎস্য পেশায় জড়িত আছেন অন্তত ৪০ হাজার জেলে। সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় অনেকটা কষ্টে দিনযাপন করলেও নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি তারা। মা ইলিশ রক্ষায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক জেলেরাও।