January 18, 2026 - 9:14 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ৩৩ বছর ধরে এক টাকায় চা-পান বিক্রি করেন মহির

৩৩ বছর ধরে এক টাকায় চা-পান বিক্রি করেন মহির

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গ্রামীণ সড়কের এক পাশে ছোট দোকান। পাশেই জ্বলছে চা তৈরির চুলা। দোকানে সাজানো পানের ডালা ও কিছু শুকনো খাবার। সামনে রয়েছে কয়েকটি বাঁশের মাচা। সেখানে বসে চা পান করছেন বেশ কয়েকজন লোক। আর সেই চা ও পান বিক্রি হচ্ছে এক টাকায়। এক টাকায় চা ও এক টাকায় পান? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও দীর্ঘ ৩৩ বছর ধরে এক টাকায় চা ও এক টাকায় পান বিক্রি করে আসছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারি গ্রামের দোকানি মহির উদ্দিন।

বর্তমান বাজারে চা এখন পাঁচ টাকার কমে বিক্রি হয় না। পানের খিলির দামও অন্তত চার টাকা। কালক্রমে চা পাতা ও চিনির দাম বাড়লেও বাড়েনি তার চায়ের দাম। মূলত শখের বসেই মানুষকে এক টাকায় চা ও এক টাকায় পান খাওয়ান তিনি। এত কম দামে চা ও পান বিক্রির কারণে তার দোকানটিও নতুন পরিচিতি পেয়েছে ‘এক টাকার মোড়’ নামে।

সেই ১৯৯০ সাল থেকে এক টাকায় চা ও এক টাকায় পান বিক্রি করে আসছেন মহির উদ্দিন। শুধু তার গ্রামের মানুষ নয়, সকাল-বিকেল কম দামে সুস্বাদু চা-পান খেতে দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করছেন তার দোকানে। দাম কম হলেও তার দোকানের চা ও পান খুবই সুস্বাদু বলে জানান ক্রেতারা।

মহির উদ্দিনের দোকানে চা খেতে আসা মেহেরপুরের জমির উদ্দিন বলেন, ‘আমি ফেসবুকে দেখে এখানে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চা-পান খেতে এসেছি। প্রথমে বিশ্বাস হয়নি। এসে দেখি সত্যি সত্যিই এক টাকায় চা আর এক টাকায় পান বিক্রি হচ্ছে। এখানে আমাদের মতো অনেকেই এসেছেন।’

হেমায়েতপুর গ্রাম থেকে বন্ধুদের নিয়ে চা খেতে আসা আনিসুর রহমান জানান, বর্তমান বাজারে চা পাতা ও চিনির যে দাম তাতে এক টাকায় চা বিক্রি করে লোকসান ছাড়া আর কিছুই হবে না। কিন্তু দীর্ঘ ৩৩ বছর ধরে মহির উদ্দিন যে কাজ করছেন তা অবাক করার মতো। তাই বিষয়টি যাচাই করতে ও চা-পান খেতে তার দোকানে এসেছেন বলে জানান তিনি।

তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, মানুষকে বিনামূল্যে নয় বরং ১ টাকায় চা ও পান খাওয়ার সুযোগ করে দিচ্ছেন মহির উদ্দিন। তার দোকানে যারা চা ও পান খেতে আসেন তাদের অধিকাংশই নিন্ম আয়ের মানুষ, দিনমজুর, অসহায় ও দুস্থ। এভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

সারাজীবন একই দামেই চা-পান বিক্রি করবেন বলে জানান দোকানি মহির উদ্দিন। তিনি বলেন, ‘প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খোলা হয়। সকাল ৮টা পর্যন্ত চলে বেচা-বিক্রি। পরে নিজের কৃষিজমিতে কাজ করতে যাই। বিকেল হলে আবারও শুরু হয় দোকানের কার্যক্রম। রাত ১০টা পর্যন্ত চলে বেচা-বিক্রি। প্রতিদিন চা-পান বিক্রি করে ৩০০ টাকার মতো আয় হয়। আর তাতেই চলে সংসার। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে মহাজনপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এখন স্ত্রী ও ছেলেকে নিয়েই সংসার।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায় লাভ করা আমার উদ্দেশ্যে নয়। গ্রামের খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ যেন সকাল-বিকেল একসঙ্গে বসে চা-পান খেতে খেতে গল্পগুজব করতে পারেন সেই কারণেই এত কম দামে চা-পান বিক্রি করি। এতে গ্রামের মানুষের মধ্যে বেড়েছে সম্প্রীতি, এতে সফল হয়েছে আমার উদ্দেশ্য।’

ইতোমধ্যে মহির উদ্দিনের দোকানের এক টাকার চা ও এক টাকার পানের খ্যাতি ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন ইইউর

কপোরেট সংবাদ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম) সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার...

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...