মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরতুর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭ টার দিকে চকরিয়ায় হারবাংস্থ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুজাই ট্রাকের সাথে বাসের ধাক্কায় ঘটনাস্থলে টিপু সুলতান ও তালহা জুবাইর সাজিদ নামে ২ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরতর আহত হয়েছে।
স্থানীয়রা সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশদের খবর দেয়।পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
চিরিংগা হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন, চকরিয়ার হারবাংস্থ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুজাই ট্রাকের সাথে কক্সবাজার মুখী বিসমিল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।ফলে ঘটনা স্থলে টিপু সুলতান (২২)ও তালহা জুবাইর সাজিদ(২১)নামে ২ জন যাত্রী নিহত হয়।নিহতের লাশ গুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে
ট্রাক ও বাস উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ব্যক্তিরা হচ্ছে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সুলতান ও যশোর জেলার শর্শা উপজেলার মোহাম্মদ আবু হাসানের ছেলে তালহা জুবাইর সাজিদ।