শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বনবিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে বিষের বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।
সোমবার (১৭ জুলাই) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে কোবাদক স্টেশন সংলগ্ন নাগজোড়া খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মো. হাফিজুল সানা (৩৯) ফজলে সানার ছেলে মো. আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মো. শফিকুল গাজী (88)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকতা মো. ইকবাল হোসাইনচৌধুরী জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলো এ সময়ে তাদেরকে হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ