সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: তাড়াশ পৌরসভা প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল ১৭ জুলাই। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতেনির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সবধরনের পদক্ষেপ। একদিন আগেই থেকে আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় টহল ও জোরদার করেছে।
ইতিমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে’। নির্বাচন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা করা হয়েছে। ভোট পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে নিবার্হী ম্যাজিষ্টেট দায়িত্ব পালন করবেন। ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে নিছিদ্র নিরাপত্তা ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট’।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, প্রার্থী-সমর্থকদের মারমুখী আচরণ, পেশিশক্তি প্রয়োগ এবং জাল ভোট দেয়াসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় থাকবে অতিরিক্ত ফোর্স ও বাড়তি সতর্কতা। পৌর নির্বাচনে নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত আব্দুর রাজ্জাক-নৌকা,স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ- জগ, মোঃ শহিদুল ইসলাম-নারিকেল গাছ এবং আল-আমিন-মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে ৪৫ জন কাউন্সিলর ১২জন সংরক্ষিত কাউন্সিলর ও চারজন মেয়র প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।