চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় কর্মরত চিকিৎসকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে।
রোববার বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ও স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিনা বিচারে ও বিনা তদন্তে আমাদের দুই চিকিৎসক সহকর্মীকে গ্রেফতারের তিব্র নিন্দা জানাচ্ছি ও তাদের মুক্তির দাবি জানান। এছাড়া চিকিৎসা সেবা দেয়ার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আগামী সোমবার ও মঙ্গলবার সকল চিকিৎসারা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবে এবং সকল ক্লিনিকে সবধরনের অপারেশন বন্ধ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিলেক অ্যাসোসিয়েশন (বিএমএ)’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সহ-সভাপতি ডা. ফকির মোহাম্মদ, সদর হাসপাতালের সিনিয়র গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন ও সিনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. ওয়ালিয়র রহমান নয়নসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ।