নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ আরিফ হোসেন (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-৩ । শনিবার, সন্ধা ৬ টা ৪৫ মিনিটে রাজধানীর বংশাল এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার গ্রেফতার করা হয় তাকে ।
গ্রেফতারতারকৃত আসামী হাজীগঞ্জ থানার মৃত মোরশেদ আলমের ছেলে ।
র্যাব জানায়, ২০ এপ্রিল ২০২৩ তারিখে তার নামে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। এক পর্যায়ে র্যাবের গোয়েন্দা সংবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ