আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহমত খাঁ (৬০) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পিতা।
বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তার লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৩ জুলাই দুপুরে গড়াই নদীর তীরে গোসাইডাঙ্গা গ্রামের শিশুটিকে ধর্ষন করে একই গ্রামের শাহমত খা। এঘটনায় ৫ জুলাই শৈলকুপা থানায় মেয়েটির ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৪। মামলা দায়েরের পর ৭দিন পার হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে গোসাইডাঙ্গা গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ