October 9, 2024 - 4:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যসয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

সয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারণ করা এই দাম আজ বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১১ জুন ১০ টাকা দাম কমিয়ে বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা ও খোলা পাম তেল ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

আরো ৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ

রুপিতে ২৮ মিলিয়নের এলসি খুলেছে ২ প্রতিষ্ঠান

১৫ জুলাই ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ