October 9, 2024 - 4:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম

বিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। শুক্রবার (৭ জুলাই) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এদিন সিবিওটিতে আগামী নভেম্বরের সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২১ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৩ ডলার ১৭ সেন্টে।

এতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের শস্য উৎপাদন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সপ্তাহেও সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে সয়াবিনের চারা ভালোভাবে বেড়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার বিগত ৪ মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছিল সয়াবিনের দাম। সেই থেকে ১ সপ্তাহে তেলবীজটি দর হারিয়েছে ১.৯ শতাংশ।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, প্রাক-মৌসুমি খরায় মোট চাষের ৬০ শতাংশ সয়াবিনের গাছে নেতিবাচক প্রভাব পড়েছে।

টপ থার্ড এজ মার্কেটিংয়ের ম্যানেজিং পার্টনার মার্ক গোল্ড বলেন, পর্যাপ্ত বৃষ্টিতে ফসল সুষ্ঠুভাবে বেড়ে ওঠে। সম্প্রতি ইউএস মিডওয়েস্ট অঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। তবে কতটা হয়েছে এবং ফসলের জন্য তা কতটা ভালো হয়েছে-এ নিয়ে কিছু প্রশ্ন আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ