পটুয়াখালী প্রতিনিধি: ডেঙ্গু প্রকোপ বৃদ্ধিতে জোড়ালো ভাবে শুরু হয়েছে পটুয়াখালী পৌর এলাকায় মশক নিধন কর্মসূচি।
রোববার (৯ জুলাই) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে নয়টি ওয়ার্ডে জোড়ালো ভাবে এই কর্মসূচি শুরু করেন মেয়র মহিউদ্দিন আহমেদ।
এসময় মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে জেলার বাহির থেকে আগতরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শহর এলাকায় আক্রান্ত সংখ্যা কম। তবুও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টার ১৬ জন নতুন আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এখনও হাসপাতালে ৫৪ জন। চলতি বছরের জানুয়ারী থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১৯০জন। তবে এখন পর্যন্ত জেলায় মৃত্যু নেই।
কর্পোরেট সংবাদ/এএইচ