শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবক মো: জাহাঙ্গীর আলম(২৮), সে চট্টগ্রামের গুনাগুরী এলাকার মৃত মীর মোহাম্মদের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রোববার (০৯ জুলাই) ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া গয়ড়া বাজারস্থ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাকে তল্লাশি করে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন এস.আই তন্ময় দেবনাথ, এ.এস.আই বিএম তৌহিদুজ্জামান, এ.এস.আই গোপাল চন্দ্র বৈদ্দ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামালা দায়ের করা হয়েছে।
কর্পোরেট সংবাদ/এইচ