তিমির বনিক: স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর রোকন মৃধা (১৩) নামের এক কিশোরের মরদেহ শেরপুরের মনু নদীতে ভেসে উঠেছে।
শুক্রবার (৭ জুলাই) বিকালে মৌলভীবাজারের শেরপুর টোল ব্রিজের পাশে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীরা পুলিশকে খবর দিলে শেরপুর পুলিশ দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার (৮ জুলাই) কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মৃধা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত রাম চরন মৃধার ছেলে।
নিহত রোকন মৃধা পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত রাম চরন মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সমবয়সী ৩ চা শ্রমিক তরুণ মিলে পাত্রখোলা চা বাগানের পাশে ধলাই নদীতে মঙ্গলবার বিকেলে গ্রাম পূজা শেষে প্রতিমা বিসর্জন দিতে নদীতে নামে। এ সময় রোকন মৃধা নামের তরুণ নিখোঁজ হয়। তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পার্থখোলা ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবাশীষ চক্রবর্তী শিপন বলেন, রোকনের সাথীরা প্রথমে বিষয়টি ভয়ে প্রকাশ করেনি। রাতে নিখোঁজের কথা বললে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন ধরে নদীতে খোঁজাখোজি করেও কোন সন্ধান পায়নি।
এব্যাপারের মৃধার পরিবার কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। এদিকে শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শেরপুর মনু নদীর টোল ব্রিজের পাশে মানুষের লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেরপুর থানা পুলিশ কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে কমলগঞ্জ থানা পুলিশ ও মৃধার পরিবারের সদস্যরা সেখানে তার পরিচয় সনাক্ত করে নিশ্চিত করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ যথারীতি প্রয়োজনীয় পদক্ষেপ নেই।


