গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-৪-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি গায়ের চাদর ছিঁড়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৮ জুলাই) ভোর পৌনে পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
মারা যাওয়া কয়েদি হলেন, নোয়াখালী হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে আমিরুল ইসলাম।
কারা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে ওই কয়েদি কারগারের ভেতরে গায়ের চাদর ছেড়ে ভেন্টিনেটলের সাথে গলায় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এটা অন্য কয়েদিরা দেখে ফেলে। পরে সবাই মিলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান , মারা যাওয়া কয়েদি ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা কারাগার থেকে কাশিমপুর কারগারে আসেন৷ তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে হাতিয়ায় একটি মামলা হয়। ওই মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
তিনি আরও বলেন, ওই কয়েদি কারাগারের মধ্যে আত্মহত্যার চেষ্টা করে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেই। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর পর তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। কারাবিধি শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কর্পোরেট সংবাদ/এএইচ