October 9, 2024 - 2:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যকাঁচা মরিচ বেশি করে কিনে রাখায় দর বেড়েছে : অর্থমন্ত্রী

কাঁচা মরিচ বেশি করে কিনে রাখায় দর বেড়েছে : অর্থমন্ত্রী

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনেকেই দাম বৃদ্ধির ভয়ে বেশি করে কাঁচা মরিচ কিনে রাখছেন। ফলে নিত্যপণ্যটির দর বেড়ে গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে জাইকার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, জাইকা তাদের প্রকল্পগুলো দেখতে এসেছে। মাতারবাড়ির কাজ প্রায় ৯৫ ভাগ সম্পন্ন। বাজেটের সঙ্গে মিল রেখে প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে জাইকা সহযোগিতা করতে আগ্রহী।

আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ যে লোন দিয়েছে তা আমাদের ২ মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার নয়।

অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি স্থিতাবস্থায় আছে, বাড়েনি। শুধু টাকার অংকে বিচার করলে হবে না। সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে। বাংলাদেশ বিশ্বের বাইরে নয়। সংকট বিশ্বব্যাপী। তবে সেই বিবেচনাতে দেশ ভালো আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ