মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে ৫ টি চোরাই গরু ও ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে ফাঁসিয়াখালী হাসেরদিঘী NRC পেট্রোল পাম্পের পাশে দক্ষিণদিক থেকে আসা গরু বোঝাই একটি নম্বর বিহীন গাড়ি স্থানীয় জনতা ধাওয়া দিলে চোর গাড়িসহ গরু ফেলে হাইওয়ের পশ্চিম পাশে পালিয়ে যায়।
পরবর্তীতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জব্বারকে উপরোক্ত ঘটনা অবহিত করলে তিনি এসআই মানিকের নেতৃত্বে ঘটনাস্থলে একটি পুলিশের টিম পাঠান।
এই সময় ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী উদ্ধারকৃত ৫গরু ও১টি আগ্নেয়াস্ত্র চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
চকরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জব্বার বলেন, উদ্ধারকৃত গরু ও পিকআপ চকরিয়া থানার হেফাজতে রয়েছে।আবেদনের ভিত্তিতে প্রকৃত মালিককে গরু গুলো বুজিয়ে দেওয়া হবে।এছাড়া গরুর মালিক অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।