গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকায় মাটি কাটা এস্কেভেটর বহন করা ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার
চাচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।
তবে নিহত এবং আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতারা অ্যাম্বুলেন্স যাত্রী এবং মানসিক রোগী বলে ধারণা করছেন পুলিশ।
গোপালগগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়াগামী স্কেভেটরবাহী লোবেটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ১ জন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে ১ জন ও হাসপাতালে আনার পর আরো ২ জনের মৃত্যু হয়। আহত ৩ জনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, ২ জন হাসপাতালে আনার আগে ও ২ জন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।