December 6, 2025 - 3:59 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাসংবাদ সম্মেলন ডেকেছেন তামিম, অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম, অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

spot_img

IIস্পোর্টস ডেস্ক II

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কদিন থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনায় টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস ইস্যু। পুরোপুরি ফিট না হয়েই খেলতে নেমে বিসিবি সভাপতির কড়া মন্তব্যের শিকার হয়েছিলেন তামিম। তার ওপর আফগানদের বিপক্ষে নিজের ব্যাটিং ব্যর্থতা ও দলের ভরাডুবি । ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে হারের রেশ কাটতে না কাটতেই বড় খবর, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে দুপুর ১২টা নাগাদ হতে যাচ্ছে বহু প্রশ্ন জাগানো সেই সংবাদ সম্মেলন! বিসিবি বা দলের মাধ্যমে নয়, একান্ত ব্যক্তিগত উদ্যোগেই গণমাধ্যমে কথা বলবেন তামিম। গুঞ্জন রয়েছে প্রেস মিটেই ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন টাইগার এই ওপেনার। এমন সম্ভাবনার কথাই চারপাশে ভাসছে এখন।

প্রথম ওয়ানডে শেষে আজ বিশ্রামে থাকার কথা খেলোয়াড়দের। এমন দিনেই তামিমের সংবাদ সম্মেলন উত্তেজনা ছড়াচ্ছে। অধিনায়কত্ব না ছাড়লে তেমন আর কি নিয়ে সংবাদ সম্মেলন ডাকতে পারেন তামিম? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে সমর্থকদের মনে। তবে যতটুকু আভাস মিলছে, অধিনায়কত্বই ছাড়তে চলেছেন তামিম।

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম।  এবার কি ওয়ানডে থেকেও সরে দাঁড়ান কি না এমন প্রশ্নও উঠছে।

মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি টাইগার এই ওপেনার। এরপর শঙ্কা জেগেছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দেন শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন তিনি। শেষমেশ খেলেছেনও। তবে ২১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। দলও হার দিয়ে সিরিজ শুরু করেছে।

চট্টগ্রামে প্রথম ওয়ানডের আগে নিজের ইনজুরির বিষয়ে তামিম বলেছিলেন, ‘ফিট আছি, তবে শতভাগ না, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। খেলার পর বুঝতে পারবো কি অবস্থা।’

তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের একটি দৈনিককে তিনি বলছিলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে চেম্বার ভবন...

এনসিসি ব্যাংক সিকিউরিটিজ ও আইসিবি’র মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ), এনসিসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি, এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে...

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১...

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোগদান করেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন...

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর লাশ মিললো খালে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফুলমতি...

রপ্তানিমুখী সুপারির ট্রাক পড়ে আছে বেনাপোল স্থল বন্দরে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দেশের অন্যতম প্রধান স্থলবন্দর প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক।...

প্রবাস ছেড়ে মাটির টানে কৃষিতে সাফল্যের যাত্রায় রাসেল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ব্যবসায় একের পর এক ব্যর্থতা, লোকসানের ঘানি আর অনিশ্চয়তার দোলাচল—সবকিছু একসময় তাকে ঘিরে ফেলেছিল। কিন্তু হার মানেনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও...

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ এখন মাত্র দেড় বছর

ইমা এলিস, নিউ ইয়র্ক: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি)-এর বৈধতার মেয়াদ ৫...