মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে সামুদ্রিক মাছের পর এবার আকাশচুম্বি পর্যায়ে পৌঁছেছে মিঠা পানির মাছের দাম।
মঙ্গলবার ( ৪ জুলাই ২০২৩) সকালে বাহার ছড়া বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহে ২০০ থেকে ২৭০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি রুই মাছ এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
পাশাপাশি কেজিতে ১০ টাকা বেড়ে তেলাপিয়া ২০০ থেকে ২৪০ টাকায়। পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ১৮০ টাকায়।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় বেড়েছে মাছের চাহিদা । যার কারণে বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতারা অভিযোগ তুলে বলেন, প্রশাসনের কোন নজরদারি না থাকায় ব্যবসায়ীরা একচেটিয়াভাবে দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।’