নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৮টির লেনদেন হয়নি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ২৮ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০ পয়সায়। সে হিসাবে পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৫৯ দশমিক ৭৯ শতাংশ।আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা টাকা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে।যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮.৭১ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.২৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৬.১৫ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৬.১৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৯৯ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।