January 14, 2026 - 9:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাজিম্বাবুয়ের ইতিহাস গড়া জয়

জিম্বাবুয়ের ইতিহাস গড়া জয়

spot_img

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই জিম্বাবুয়ের সঙ্গে পেরে উঠল না যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের শাসন করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চারশ রানের পাহাড় গড়ে শন উইলিয়ামসের দল।

জবাব দিতে নামা অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্র ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না সিকান্দার রাজারা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অল্পতেই গুঁটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের দেখা পায় জিম্বাবুয়ে।

সোমবার (২৬ জুন) হারারে স্পোর্টস ক্লাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শন উইলিয়ামস ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রকে বোলিংয়েও পর্যদুস্ত করেছে জিম্বাবুয়েইয়ানরা। ফলে যুক্তরাষ্ট্র ২৫.১ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট যায়। এতে ৩১৭ রানের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ এলেও শেষ পর্যন্ত জয় পায় ৩০৪ রানে।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৩১৭ রানের ব্যবধানে জিতেছিল ভারত। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের ২৯০ রানের জয়কে নিচে নামিয়ে নিজেদের নাম স্বর্নাক্ষরে লেখাল শন উইলিয়ামসের দল।

নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তো বটেই, জিম্বাবুয়ে প্রথমবার পার করল ৪০০ রানের ঘর। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৭ উইকেটে ৩৫১ রান। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে কেনিয়ার মাঠেই এই রান তোলে জিম্বাবুয়ে।

মাত্রই আগের ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্মৃতি এখনও তরতাজা জিম্বাবুইয়ানদের। এর মধ্যে আজ আবার এমন দিনের দেখা পাওয়া তাদের জন্য ভাগ্য বটে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন জিম্বাবুয়ের জয়লর্ড গুম্বি ও ইননোসেন্ট কাইয়া। ব্যক্তিগত ৩২ রান করে কাইয়া বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রান করেন গুম্বি ও শেন উইলিয়ামস জুটি। গুম্বি কিছুটা দেখেশুনে খেললেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে দলকে এগিয়ে নেন উইলিয়ামস।

তবে দলীয় ২১৬ রানের মাথায় ষ্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন গুম্বি। বিদায়ের আগে ১০৩ বলে ৫ চারে ৭৮ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর তৃতীয় উইকেটে সিকান্দার রাজা ও উইলিয়ামস জুটি মারমুখী ব্যাটিংয়ে ৪৫ বলে তোলেন ৮৮ রান। কিন্তু দলীয় ৩০৪ রানের মাথায় মারমুখী হয়ে ওঠা রাজা ২৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রান করে সাজঘরে ফেরেন।

এরপর রায়ান বার্ল মাত্র ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে আউট হন। তবে মাত্র ৬৫ বলে সেঞ্চুরির দেখা পাওয়া উইলিয়ামস ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৫ ছক্কায়। শেষদিকে মারুমানির অপরাজিত ১৮ ও ব্রাড ইভান্সের অপরাজিত ৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে নিজেদের ইতিহাসে রেকর্ড ৪০৮ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বোলিংয়ে যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে অভিষেক পারাদকার ৯ ওভারে ৭৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অন্যদিকে জেসি সিং ১০ ওভারে ৯৭ রান দিয়ে নেন ২টি উইকেট। নষ্টটুথ কেনজিগি ৬২ রানে পান ১ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...