December 15, 2025 - 12:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাজিম্বাবুয়ের ইতিহাস গড়া জয়

জিম্বাবুয়ের ইতিহাস গড়া জয়

spot_img

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই জিম্বাবুয়ের সঙ্গে পেরে উঠল না যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের শাসন করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চারশ রানের পাহাড় গড়ে শন উইলিয়ামসের দল।

জবাব দিতে নামা অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্র ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না সিকান্দার রাজারা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অল্পতেই গুঁটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের দেখা পায় জিম্বাবুয়ে।

সোমবার (২৬ জুন) হারারে স্পোর্টস ক্লাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শন উইলিয়ামস ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রকে বোলিংয়েও পর্যদুস্ত করেছে জিম্বাবুয়েইয়ানরা। ফলে যুক্তরাষ্ট্র ২৫.১ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট যায়। এতে ৩১৭ রানের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ এলেও শেষ পর্যন্ত জয় পায় ৩০৪ রানে।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৩১৭ রানের ব্যবধানে জিতেছিল ভারত। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের ২৯০ রানের জয়কে নিচে নামিয়ে নিজেদের নাম স্বর্নাক্ষরে লেখাল শন উইলিয়ামসের দল।

নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তো বটেই, জিম্বাবুয়ে প্রথমবার পার করল ৪০০ রানের ঘর। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৭ উইকেটে ৩৫১ রান। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে কেনিয়ার মাঠেই এই রান তোলে জিম্বাবুয়ে।

মাত্রই আগের ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্মৃতি এখনও তরতাজা জিম্বাবুইয়ানদের। এর মধ্যে আজ আবার এমন দিনের দেখা পাওয়া তাদের জন্য ভাগ্য বটে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন জিম্বাবুয়ের জয়লর্ড গুম্বি ও ইননোসেন্ট কাইয়া। ব্যক্তিগত ৩২ রান করে কাইয়া বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রান করেন গুম্বি ও শেন উইলিয়ামস জুটি। গুম্বি কিছুটা দেখেশুনে খেললেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে দলকে এগিয়ে নেন উইলিয়ামস।

তবে দলীয় ২১৬ রানের মাথায় ষ্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন গুম্বি। বিদায়ের আগে ১০৩ বলে ৫ চারে ৭৮ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর তৃতীয় উইকেটে সিকান্দার রাজা ও উইলিয়ামস জুটি মারমুখী ব্যাটিংয়ে ৪৫ বলে তোলেন ৮৮ রান। কিন্তু দলীয় ৩০৪ রানের মাথায় মারমুখী হয়ে ওঠা রাজা ২৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রান করে সাজঘরে ফেরেন।

এরপর রায়ান বার্ল মাত্র ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে আউট হন। তবে মাত্র ৬৫ বলে সেঞ্চুরির দেখা পাওয়া উইলিয়ামস ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৫ ছক্কায়। শেষদিকে মারুমানির অপরাজিত ১৮ ও ব্রাড ইভান্সের অপরাজিত ৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে নিজেদের ইতিহাসে রেকর্ড ৪০৮ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বোলিংয়ে যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে অভিষেক পারাদকার ৯ ওভারে ৭৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অন্যদিকে জেসি সিং ১০ ওভারে ৯৭ রান দিয়ে নেন ২টি উইকেট। নষ্টটুথ কেনজিগি ৬২ রানে পান ১ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...