অর্থ-বাণিজ্য ডেস্ক : পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র চার দিন। ঈদের দিন যতটা ঘনিয়ে আসছে, ততই ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে রাজধানীর পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে পশু। সড়ক পথের পাশাপাশি পশু আসছে রেলপথেও।
ঢাকা মহানগরীতে সিটি করপোরেশনের রয়েছে ১৯টি পশুর হাট। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসেছে। এসব হাটে কয়েক দিন ধরে আসছে কোরবানির পশুবাহী ট্রাক। আর রাজধানীর কমলাপুরে আসছে পশুবাহী ট্রেন।
এসব পশু ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন হাটে। তাই প্রতিটি হাটে রয়েছে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু। এবার হাটে ক্রেতাদের চাহিদা অনুসারে ছোট বড় মাঝারি সব ধরনের পশু উঠেছে।
এজন্য হাটে গরু উঠলেও ক্রেতারা ঘুরেফিরে দেখে দাম যাচাই করেন। কিন্তু কিনতে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।
বিক্রেতারা বলছেন, ক্রেতারা হাটে আসলেও এখনো বেচাকেনা জমে উঠেনি। বেচাকেনা একদম কম। ক্রেতারা পশুর দাম জিজ্ঞেস করছেন। ঘুরে ঘুরে বাজার দেখছেন। তবে অনেকে পছন্দের পশু কিনছেন। খুব কম মানুষেই এখন পশু কিনছেন। যাদের পশু রাখার জায়গা আছে শুধু তারাই পছন্দ হলে, দাম দরে মিললে কিনছেন।
এর আগেও দেখা গেছে রাজধানীর পশুর হাটে সাধারণত ঈদের আগের দিন সবচেয়ে বেশি পশু বিক্রি হয়। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না।
রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় হাটে মানুষের ভিড়। রয়েছে বিপুল সংখ্যক কোরবানির পশু।
ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে—ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ী দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় কোরবানির পশুর হাট বসবে।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশনে একটি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে—বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত; যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনের (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গায় হাট বসবে।