শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের সহযোগিতায় ১৪৩টি হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকরা।
এ সময় বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ও প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।
রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন কনফারেন্স হল রুমে উপস্থিত থেকে মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তারাই ধারাবাহিকতায় চলতি বছর মে ও জুন মাসে হারানো ১৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যাহার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৫ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হয়েছে। জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। স্ব-স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহবান জানান
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার এ.এম.জে সোহেল, ডিবি ওসি তারেক বিন ইবনে আজিজ প্রমূখ।