তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: এমনটাই স্বপ্ন বুনে ছিল! এইতো মাত্র ক’দিন পর জুলাইয়ের ১ তারিখে দেশে ফেরার কথা ছিলো। দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতেও বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না।
শনিবার (২৪ জুন) সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিন (২৮)।
তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে।
শনিবার রাতে আলিম ‘স্ট্রোক’ করে ঘুমের মধ্যে মারা গেছে বলে নিশ্চিত করেন আলিমের বাবা আলমাছ আলী।
তিনি জানান, প্রায় চারবছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। শনিবার সকালে আলিম ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়।
এদিকে আলিম উদ্দিনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। চারিদিকে কান্নার শব্দ পরিবেশ ভাড়ী হয়ে উঠেছে।