সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রাইভেটকারের চাপায় কাজল মিয়া (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত.মান্নানের ছেলে। তিনি চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী।
নিহতের প্রতিবেশী মো. নয়ন মিয়া জানান, ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোরে নরসিংদীর শেখেরচরের বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চালাকচর বাসস্ট্যান্ডে যায়। এসময় চালাকচর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন কাজল মিয়া। হঠাৎ একটি প্রাইভেটকার কাজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, অজ্ঞাতনামা প্রাইভেটকারের ধাক্কায় কাজল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।