নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক আসামি শিউলী বেগমকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বুধবার (২২ জুন) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ২০১৩ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক আসামি শিউলী বেগম (৩৫) রাজধানীর ভাষানটেক থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত শিউলীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ২৫/০৪/২০১৩ তারিখের একটি হত্যা মামলা রয়েছে। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।