নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং চ্যানেলে সব বৈদেশিক লেনদেন এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনলাইন তদারকির আওতায় আনা হচ্ছে। বৈদেশিক লেনদেন সংক্রান্ত তথ্য ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের (আইসিএমএস) আওতায় সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ (এফইওডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় করা লেনদেন ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের মাধ্যমে রিপোর্ট করে থাকে।
তবে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের ‘মিডিয়াম অব ট্রানজেকশন’ নামে সংযোজিত নতুন ফিল্ডে রিপোর্ট গ্রহণ করা হবে। চলতি বছরের ১ আগস্ট থেকে অনলাইন, পস, এটিএম ও কিউআর কোড সংশ্লিষ্ট লেনদেনগুলো আইসিএমএসের উক্ত ফিল্ডে অন্তর্ভুক্ত করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।