December 6, 2025 - 5:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাহাইব্রিড মডেলে এশিয়া কাপের সময়সূচি প্রকাশ

হাইব্রিড মডেলে এশিয়া কাপের সময়সূচি প্রকাশ

spot_img

স্পোর্টস ডেস্ক : অবশেষে হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। বৃহস্পতিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সূচি অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের আগে ৫০ ওভারের ফরম্যাটে হবে ২০২৩ সালের এশিয়া কাপ। ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে নামবে টুর্নামেন্টের পর্দা। আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল অংশ নেবে। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতেও গড়াবে ছয় জাতির এ টুর্নামেন্ট।

হাইব্রিড মডেল অনুযায়ী, বাছাইপর্ব ছাড়া এবারের আসরে মোট ১৩টি ম্যাচ হবে। ছয়টি লিগ পর্বের ম্যাচ আর ছয়টি সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল।

এদিকে এশিয়া কাপের চলতি বছরের আসরে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও ভারত। এতে এবারের আসরে ভারতের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার জন্যও যেতে হবে লঙ্কায়। এমনকি ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচটিও হবে লঙ্কান দ্বীপপুঞ্জে।

ছয় দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। পাঁচ দল আগেই নিশ্চিত হয়েছিল। ষষ্ঠ দল হিসেবে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে উঠে নেপাল। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপের দলগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।

দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা করে নেবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

এদিকে সময়সূচি এখনও চূড়ান্ত না হলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ভারত নেই এমন ম্যাচগুলোর অর্থাৎ আফগানিস্তান-শ্রীলঙ্কা, পাকিস্তান-নেপাল, শ্রীলঙ্কা-বাংলাদেশ এবং বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নোবিপ্রবিতে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন

নোয়াখালী প্রতিনিধি: কনকনে ঠান্ডায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৮শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর)...

নরসিংদীর লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ মুছে দিয়েছে জনগণ: সড়ক পরিবহন উপদেষ্টা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: স্কুল কলেজসহ লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এমন কী শৌচাগারেরও নামকরণ করা হয়েছিল, সেসব নাম জনগণ মুছে ফেলে দিয়েছে, এটা...

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু: শিল্প উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, টিসিবি’র মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। বিদেশ থেকে চিনি আমদানি আপাতত...

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সর্তক অবস্থানে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন,...

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে চেম্বার ভবন...

এনসিসি ব্যাংক সিকিউরিটিজ ও আইসিবি’র মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ), এনসিসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি, এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে...

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১...

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোগদান করেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন...