December 7, 2025 - 1:54 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যজ্বালানি তেলের বৈশ্বিক দাম কমতে পারে ১০ শতাংশ

জ্বালানি তেলের বৈশ্বিক দাম কমতে পারে ১০ শতাংশ

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : গোল্ডম্যান স্যাকস অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পূর্বাভাস কমিয়েছে। বছর শেষে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৮৬ ডলারে নামবে বলে জানিয়েছে বিনিয়োগ ব্যাংকটি। আগের পূর্বাভাসে যা ছিল ৯৫ ডলার। সে হিসাবে দাম কমবে প্রায় ১০ শতাংশ।

এর আগে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ডিসেম্বর নাগাদ গড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলারে নামবে বলে জানিয়েছিল গোল্ডম্যান স্যাকস। সবশেষ পূর্বাভাসে তা কমিয়ে ৮১ ডলার ধরা হয়েছে।

এই প্রতিষ্ঠানটি জানায়, সৌদি আরব অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ব্যাপক মাত্রায় কমানোর ঘোষণা দিয়েছে। এর পরও বাজারে জ্বালানিটির পর্যাপ্ত সরবরাহ থাকবে। কারণ চীনে যে হারে চাহিদা বাড়ার প্রত্যাশা করা হয়েছিল সে হারে বাড়ছে না। অন্যদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলার জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বেড়েই চলেছে। এসব কারণেই বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকবে।

সাম্প্রতিক মাসগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়বে বলে পূর্বাভাস দিয়ে আসছিল গোল্ডম্যান স্যাকস। আশঙ্কা করা হচ্ছিল বছরের দ্বিতীয়ার্ধে বাজার সংকুচিত হয়ে আসতে পারে। দুই সপ্তাহেরও কম সময় আগে ওয়াল স্ট্রিট ব্যাংকটি জানায়, জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি এ ধারণা থেকে বের হয়ে এসেছে।

বাজার নিয়ন্ত্রণে রাখতে ওপেক প্লাসের সদস্য দেশগুলো প্রতি মাসেই অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমাচ্ছে। মে মাসের শেষ দিকে ও জুনের দ্বিতীয় সপ্তাহে জোটটি এ প্রক্রিয়া আগামী বছর পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওপেকের শীর্ষ উত্তোলক সৌদি আরব জানিয়েছে, দেশটি আগামী জুলাইয়ে স্বেচ্ছায় দৈনিক ১০ লাখ ব্যারেল করে উত্তোলন কমাবে। সে হিসাবে দৈনিক উত্তোলনের পরিমাণ নামবে ৯০ লাখ ব্যারেলে। জুলাইয়ের পরও এ সিদ্ধান্ত বহাল থাকতে পারে বলে জানিয়েছে দেশটির খাতসংশ্লিষ্টরা।

গোল্ডম্যান স্যাকসের পণ্যবাজার বিশ্লেষকরা জানান, নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলা থেকে প্রতিদিন আট লাখ ব্যারেল করে সরবরাহ আসতে পারে। বিষয়টি জ্বালানি তেলের বাজারকে নিম্নমুখী রাখতে সহায়তা করবে।

ইউক্রেন যুদ্ধের পর অনেক কোম্পানিই রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থ ও লজিস্টিকস খাতে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরও দেশটির সরবরাহ পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল বন্দুক-পাইপগান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর...

পরিচয় শনাক্তে গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত...

নাভানা সিএনজির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল...

অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন

ইমা এলিস, নিউইয়র্ক প্রতিনিধি: ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের ওপর ৫ হাজার ডলারের 'গ্রেপ্তার ফি' আরোপ করতে যাচ্ছে বলে এক শীর্ষ বর্ডার প্যাট্রোল...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৬

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ও টানা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম-শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬...

প্রথমবার এমএলএস শিরোপা জিতলো মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক: এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দুটি...

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন মালান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক ওপেনার ডেভিড মালান। শনিবার (৬ ডিসেম্বর) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মালানের খেলার...

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ...