আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে আব্দুল গাফফার (২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর নুড়োতলার মাঠে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গাফফার একই উপজেলর আলিহাটনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ বিকেলের পর পাঁচকমলাপুর নুড়োতলার মাঠে নিজের ধানের জমিতে কাজ করছিলেন গাফফার। তখন হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে একটি আম গাছের নিচে আশ্রয় নেন তিনি। এসময় একটি বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।