January 14, 2026 - 5:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনঅভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল জেলা প্রশাসন

অভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল জেলা প্রশাসন

spot_img

বিনোদন ডেস্ক : একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিমকে থাকার জন্য ঢাকায় জমি একটি দুতলা বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শতাধিক চলচ্চিত্রের এই অভিনেত্রী একাধারে পরিচালক এবং প্রযোজকও। কিন্তু রাজধানীতে ছিল না তার স্থায়ী বাড়ি। রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ভাড়া বাসায় ছিলেন সুজাতা।

সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে আবাসনের ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে পুরান ঢাকার ওয়ারীতে থাকার জন্য জমিসহ একটি বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এই অর্পিত সম্পত্তি মঙ্গলবার (১৩ জুন) সুজাতাকে বুঝিয়ে দেয়া হয়েছে। নিয়মিত লিজ ফি পরিশোধের শর্তে তিনি এখানে থাকবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন সুজাতা। বিষয়টি ঢাকার জেলা প্রশাসনের নজরে এলে তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরে ওয়ারীর লালচান মকিম লেনের এই অর্পিত সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। এখানেই সপরিবার এই অভিনয়শিল্পীর থাকার ব্যবস্থা করা হয়।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘দুই-এক মাস আগে উনি (সুজাতা) আমার অফিসে এসেছিলেন। বললেন, “আমি ভাড়া বাড়িতে থাকি। বাসাভাড়া অনেক বেশি। পরিশোধ করতে পারি না। এখন আয়–রোজগারও নেই। আপনি যদি আমার জন্য একটা আবাসনের ব্যবস্থা করতে পারেন, এই বয়সে একটু নির্ঝঞ্ঝাট থাকতে পারতাম আরকি। আমার সন্তানও উপার্জন করতে পারে না। আমিই একমাত্র উপার্জনকারী মানুষ, আজিম সাহেবও মারা গেছেন।”’

আরও বলেন, ‘তিনি (সুজাতা) আমাদের দেশের চলচ্চিত্রের স্বনামধন্য শিল্পী। বয়সের ভারে এখন চলাচলে অক্ষম। সবকিছু শোনার পর আমরা কথা দিয়েছিলাম যে তাঁর জন্য আবাসনের একটা ব্যবস্থা করব। তারই ধারাবাহিকতায় আমরা একটা অর্পিত সম্পত্তি, একটা দোতলা বাড়ি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে উদ্ধার করি। ওয়ারীর লালচান মকিম লেনের এই বাড়ি আজ আমরা তাঁকে বুঝিয়ে দিয়েছি। বাৎসরিক নামমাত্র মূল্য তাঁকে পরিশোধ করতে হবে, লিজ মানি। তিনি এখন নিজের মতো করে বাড়িটি গুছিয়ে নেবেন। আগামী মাস থেকে তিনি তাঁর মতো করে সেই বাড়িতে থাকা শুরু করতে পারবেন।’

ঢাকা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সুজাতাকে দেওয়া বাড়িটি তিন কাঠা আয়তনের। দোতলা এই বাড়ির একটা ফ্লোর চাইলে তিনি ভাড়াও দিতে পারবেন। নিচতলায় একটা দোকানও আছে, চাইলে সেটাও ভাড়া দিতে পারবেন। পুরো বাড়িটির জন্য সুজাতাকে বাৎসরিক এক লাখ টাকার মতো ভাড়া পরিশোধ করতে হবে। যত দিন পর্যন্ত লিজ মানি নবায়ন করবেন, তত দিন থাকতে পারবেন। তাঁর পরিবারও থাকতে পারবে।

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জেলা প্রশাসন সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে। জেলায় সব অবৈধ দখলে থাকা অর্পিত সম্পত্তি উদ্ধারে প্রশাসন কাজ করছে। আমরা এসব উদ্ধার হওয়া সম্পত্তি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে ব্যবহারের জন্য দেব।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি শাখা ও কোর্ট অব ওয়ার্ডস) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও অভিনেত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুজাতা আজিম শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বুধবার (১৪ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর...

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা...

২৭ জানুয়ারি জেএমআই সিরিঞ্জসের বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস এ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টা...