December 6, 2025 - 5:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনঅভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল জেলা প্রশাসন

অভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল জেলা প্রশাসন

spot_img

বিনোদন ডেস্ক : একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিমকে থাকার জন্য ঢাকায় জমি একটি দুতলা বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শতাধিক চলচ্চিত্রের এই অভিনেত্রী একাধারে পরিচালক এবং প্রযোজকও। কিন্তু রাজধানীতে ছিল না তার স্থায়ী বাড়ি। রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ভাড়া বাসায় ছিলেন সুজাতা।

সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে আবাসনের ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে পুরান ঢাকার ওয়ারীতে থাকার জন্য জমিসহ একটি বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এই অর্পিত সম্পত্তি মঙ্গলবার (১৩ জুন) সুজাতাকে বুঝিয়ে দেয়া হয়েছে। নিয়মিত লিজ ফি পরিশোধের শর্তে তিনি এখানে থাকবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন সুজাতা। বিষয়টি ঢাকার জেলা প্রশাসনের নজরে এলে তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরে ওয়ারীর লালচান মকিম লেনের এই অর্পিত সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। এখানেই সপরিবার এই অভিনয়শিল্পীর থাকার ব্যবস্থা করা হয়।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘দুই-এক মাস আগে উনি (সুজাতা) আমার অফিসে এসেছিলেন। বললেন, “আমি ভাড়া বাড়িতে থাকি। বাসাভাড়া অনেক বেশি। পরিশোধ করতে পারি না। এখন আয়–রোজগারও নেই। আপনি যদি আমার জন্য একটা আবাসনের ব্যবস্থা করতে পারেন, এই বয়সে একটু নির্ঝঞ্ঝাট থাকতে পারতাম আরকি। আমার সন্তানও উপার্জন করতে পারে না। আমিই একমাত্র উপার্জনকারী মানুষ, আজিম সাহেবও মারা গেছেন।”’

আরও বলেন, ‘তিনি (সুজাতা) আমাদের দেশের চলচ্চিত্রের স্বনামধন্য শিল্পী। বয়সের ভারে এখন চলাচলে অক্ষম। সবকিছু শোনার পর আমরা কথা দিয়েছিলাম যে তাঁর জন্য আবাসনের একটা ব্যবস্থা করব। তারই ধারাবাহিকতায় আমরা একটা অর্পিত সম্পত্তি, একটা দোতলা বাড়ি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে উদ্ধার করি। ওয়ারীর লালচান মকিম লেনের এই বাড়ি আজ আমরা তাঁকে বুঝিয়ে দিয়েছি। বাৎসরিক নামমাত্র মূল্য তাঁকে পরিশোধ করতে হবে, লিজ মানি। তিনি এখন নিজের মতো করে বাড়িটি গুছিয়ে নেবেন। আগামী মাস থেকে তিনি তাঁর মতো করে সেই বাড়িতে থাকা শুরু করতে পারবেন।’

ঢাকা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সুজাতাকে দেওয়া বাড়িটি তিন কাঠা আয়তনের। দোতলা এই বাড়ির একটা ফ্লোর চাইলে তিনি ভাড়াও দিতে পারবেন। নিচতলায় একটা দোকানও আছে, চাইলে সেটাও ভাড়া দিতে পারবেন। পুরো বাড়িটির জন্য সুজাতাকে বাৎসরিক এক লাখ টাকার মতো ভাড়া পরিশোধ করতে হবে। যত দিন পর্যন্ত লিজ মানি নবায়ন করবেন, তত দিন থাকতে পারবেন। তাঁর পরিবারও থাকতে পারবে।

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জেলা প্রশাসন সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে। জেলায় সব অবৈধ দখলে থাকা অর্পিত সম্পত্তি উদ্ধারে প্রশাসন কাজ করছে। আমরা এসব উদ্ধার হওয়া সম্পত্তি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে ব্যবহারের জন্য দেব।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি শাখা ও কোর্ট অব ওয়ার্ডস) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও অভিনেত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুজাতা আজিম শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...