তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউজ মালিকগনের সহিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) রাতে শ্রীমঙ্গল ইন হোটেলের কনফারেন্স রুমে শ্রীমঙ্গল থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার উপদেষ্টা ও টি হ্যাভেন রিসোর্টের ব্যাবস্থাপক আবু সুলতান মো. ইদ্রিস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এসআই রাকিবুল হাসান, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, সংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমন, বালিশিরা রিসোর্টের চেয়ারম্যান মো. শহিদুল হক, ডেইলি অবজারভার ও শেয়ার বিজের সাংবাদিক রুপম আচার্য্য, লেমন গার্ডেন রিসোর্টের ম্যানেজার অপারেশন মো. আবদুল্লাহ আল মামুন, গ্রেন্ড সেলিম রিসোর্টের রিজার্ভেশন ম্যানেজার মি. মাহমুদ, হোটেল মেরিনার ব্যাবস্থাপক মো. নাজমুল হাসান মিরাজ, পত্রস্নান ইকো রিসোর্টের ব্যাবস্থাপক মো. জসিম খাঁন রেজভী, নভেম ইকো রিসোর্টের সিনিয়র একাউন্ট অফিসার মো. আনোয়ার হোসেন, গ্রীনভিউ রেস্ট হাউজের ব্যাবস্থাপক মো. মিছবা উদ্দিন, বালিশিরা রিসোর্টের ডিরেক্টর মো. রাসেল আহমেদ প্রমূখ।