নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক কুখ্যাত মাদক সম্রাট মোঃ রুবেল মুন্সীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (১২ জুন) বিকেলে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাট মোঃ রুবেল মুন্সী (৩৩)কে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত রুবেলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৫ সালের মে মাসে ধৃত রুবেল’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।