October 9, 2024 - 12:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদফেনীতে এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচী” পালন

ফেনীতে এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচী” পালন

spot_img

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনী সদর ও ছাগলনাইয়ার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে। ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক মোঃ নূরুন নেওয়াজ সেলিম, সিআইপি বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৭০০ জন প্রান্তিক কৃষকের মাঝে (শনিবার, ১০/০৬/২০২৩) বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এর সভাপতিত্বে ছাগলনাইয়ার অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, ছাগলনাইয়া পৌরসভা মেয়র মোহাম্মদ মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। এছাড়া, ফেনী পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী এবং কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ একরাম উদ্দিন ফেনী সদরের সিএসআর কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, অন্যানের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মোঃ মনিরুল আলম এবং সিআরএম ডিভিশন এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলামসহ ফেনী, ছাগলনাইয়া, মহিপাল, পরশুরাম ও লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, ফেনী জেলার কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের অর্ন্তভুক্তিতে সহায়ক হবে। পরিশেষে, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আহবান তথা দেশের প্রতি ইঞ্চি জমি আবাদ যোগ্য করার কার্যক্রমে সহযোগিতা এবং কৃষকেদের পাশে দাড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম, সিআইপি বলেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং সামাজিক দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সিএসআর এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। এছাড়া, সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে যা দেশের অর্থনৈতিক উন্নয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ