October 7, 2024 - 7:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতশৈলকুপায় ২৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

শৈলকুপায় ২৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

spot_img

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ ওরফে টুকু আলী শেখ (৭০) কে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শনিবার (১০ জুন) রাতে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ ওরফে টুকু আলী শেখকে করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

রোববার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ০৭/০৯/২০০১ তারিখের একটি হত্যা মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালের মে মাসে ধৃত আলতাফকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ