চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরবানু (৪০) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে এঘটনা ঘটে।
নুরবানু সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের উঠোনের বাথরুমে যায় নুরবানু। এসময় বাথরুমের ভিতর থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যদের নুর বানুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষনা করা হয়। হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।