সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যান সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৯জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাধু মিয়া (৩০), হারিছ মিয়া (৫০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০), সৌরভ (২৫), সাগর (২০), সাহেদ নুর (৪৫) ও ওয়াহিদ আলী (৩০)। নিহতরা সবাই নির্মাণশ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরিফ। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের অর্থ সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।’
সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। এ সময় বেশ কয়েকজন আহতদের হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও তিনজন মারা যান।