শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
রবিবার (৪ জুন) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জ্যোৎনা দত্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, শ্যামল কুমার বিশ্বাস, মহুয়া মন্জুরী, গিয়াস উদ্দীন সরদার, খুরশিদ জাহান প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতির অফিসকক্ষে বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষকগণের সম্মুখে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজার সাথে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটেছে। এ সময় মনোবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও অফিসকক্ষে উপস্থিত ছিলেন।
গত ২৩ মে একাডেমিক কমিটির সভা শেষে প্রফেসর ড. এনামুল হক বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে পুনরায় অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষায় হুমকি প্রদান করেন।
রাজশাহীবিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির এ ঘটনা সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক একটি বিষয়। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি ও আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানানো হয়।