চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৫৫ বছর।
তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, দুপুরে সদর হাসপাতালে্র আবাসিক এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল এলাকার বাসিন্দা চাঁদনী খাতুন বলেন, গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতাল এলাকায় আসেন ওই ব্যক্তি। আজ সকালে তাকে প্রচন্ড রোদে পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি মারা গেছেন।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।