সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের ব্যক্তিগত উদ্যোগে নরসিংদীর পলাশে ৪০ জন বেকার যুবক ও যুবতীদের দিনব্যাপী স্মার্ট ভিলেজ রিভোলেশন শীর্ষক হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ জুন) সকালে উপজেলার ভিরিন্দা গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জাতীয় যুব কাউন্সিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি মাসুদ আলম, ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই, ই-ফার্মাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুজ্জামান সাঈদ।
দিনব্যাপী কর্মশালায় সেশন পরিচালনা করেন ওমেন ফোরাম, ই-ক্যাবের কো- চেয়ারম্যান শাম্মী আক্তার।