পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে অজানা গ্যাস আতংকে বেসকারী জহির-মেহেরুন নাসিং কলেজের অন্তত ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন।
তবে চিকিৎসক বলছেন শিক্ষার্থীরা হিস্ট্রিরিয়া রোগে আক্রান্ত। এদিকে এমন ঘটনাকে কর্তৃপক্ষের কোন অভিনব প্রচার কৌশল হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়ারা। আর কলেজ কর্তৃপক্ষের দাবী এটা ষড়যন্ত্র।
সোমবার (২৯ মে) সন্ধ্যার পরে হঠাৎ করেই একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। এর পরপরই আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে কর্তৃপক্ষ তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরই একটি ছাত্রী হোস্টেল তিন তলায় গ্যাসের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। এরপর নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে। এতে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। হোস্টেলের নিরাপত্তায় কোন সিসি টিভি নেই বলে জানান।
পটুয়াখালী মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আফতাব উদ্দিন খান, শিক্ষার্থীরা হিস্ট্রিরিয়া রোগে আক্রান্ত। এটা ভয়ের কারণেও হতে পারে। ২৪ ঘন্টার মধ্যে সুস্থ হওয়ার প্রত্যাশা করেন তিনি।
জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা জানান, আমি গ্যাসের গন্ধের পেয়েছি, সন্ধ্যার পরে অফিসে এসে কাউকে না দেখে হোস্টেলের সামনে ভীড়। আমি উপরে উঠতে গুয়ে গ্যাসের গন্ধ পাই এবং শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পরতে দেখি ও অসুস্থদের দ্রুত সময়ে হাসপাতালে প্রেরণ করি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, গত রাতে জহির মেহেরুন নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি হয়। এখনও ৫জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় আছে, সকালে বাকিদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে জহির মেহেরুন নার্সিং কলেজে দফায় দফায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানান উদ্বেগ। এই কলেজের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগ উঠে এবং শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনাও ঘটেছে।