March 17, 2025 - 2:05 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমঝিকরগাছায় 'সমলয়' প্রকল্পে দুর্নীতির অভিযোগ

ঝিকরগাছায় ‘সমলয়’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ

spot_img

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘সমলয়’ পদ্ধতিতে চাষাবাদ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জমি চাষ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রকল্প থেকে যাবতীয় খরচ বহনের কথা ছিল। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো খরচ দেয়া হয়নি। এছাড়া উৎপাদিত ধানের দাম কম হওয়ায় ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে দাবি করেছেন কৃষকরা।

উপজেলার গদখালী ইউনিয়নের ফতেপুর-জাফরনগর গ্রামে (ফতেপুর ব্লক) বোরো মৌসুমে সমলয় প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প থেকে কৃষকদের যেসব সুবিধা পাওয়ার কথা ছিল তার বেশিরভাগই পাননি। অধিকাংশ কৃষককেই চারা রোপণ, সার, কীটনাশক পরিচর্যা, ধান কাটা ও মাড়াই নিজ খরচে করতে হয়েছে। অথচ প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের বিনামূল্যে বীজ বপন, রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ, বালাইনাশক, সার, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান মাড়াই ও ঝেড়ে দেয়ার কথা ছিল। বলা হয়েছিল, এই প্রকল্পের কৃষকদের ধান উৎপাদনে খরচ লাগবে না। শুধু তারা জমির উৎপাদিত ফসল ঘরে নেবেন।

৫৪ কৃষক এ প্রকল্পের সুবিধাভোগী। বরাদ্দ দেয়া হয় ১৩ লাখেরও বেশি টাকা। প্রকল্পে ৫০ একর অর্থাৎ ১৫০ বিঘা জমিতে চাষ করা হয়। কিন্তু মাত্র ৬০-৭০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ ও কম্বাইনড হারভেস্টারের মাধ্যমে ৪ দিনে সর্বোচ্চ ৫০ বিঘা জমির ধান কেটে দেয়া হয়েছে।

কৃষকরা জানান, তারা এর আগে মিনিকেটসহ অন্যান্য ধান চাষ করতেন। বাজারে সেইসব ধানের ভালো দাম পেতেন। কোনো খরচ লাগবে না বলে অধিদপ্তরের লোকজন তাদের হাইব্রিড জাতের ধান চাষে উদ্বুদ্ধ করেন। ‘সমলয় চাষাবাদ’ প্রকল্পের মাধ্যমে ধান উৎপাদনে তাদের কোন খরচ করা লাগবে না বলা হয়েছিল। কিন্তু বেশিরভাগ খরচ তাদের বহন করতে হয়েছে।

কৃষক আব্দুল লতিফ বলেন, তিন বিঘা জমিতে চাষাবাদ করলেও প্রকল্প থেকে দুই বিঘা জমির সার-বীজ দেয়া হয়েছে। নিজ হাতে চারা রোপণ করেছি ও ধান হাতে কেটেছি। ৫ হাজার টাকার সার কীটনাশক কিনেছি।

কৃষক বিকাশ কুমার কুন্ডু বলেন, ২২ কাঠা জমির সার-বীজ ছাড়া কিছুই পাইনি। মেশিনের সাহায্যে চারা রোপণ ও ধান কাটার কোন সুবিধা পাননি। সমলয় চাষাবাদ প্রকল্পে আমার ক্ষতি হয়েছে। কখনও আর এ প্রকল্পে চাষ করবো না।

কৃষক নিহার আলী বলেন, কৃষিকাজ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। দশ কাঠা জমিতে এ প্রকল্পের মাধ্যমে ধানের চাষ করা হয়েছে। অর্ধেক জমির ধান মেশিনে কেটে দেয়া হয়েছে। আর অর্ধেক নিজ খরচে কেটেছি। আপেল উদ্দিন নামে আরেক চাষি বলেন, এর আগে ‘মিনিকেট’ জাতের ধান লাগাতাম। সে তুলনায় সমলয় প্রকল্পে ধানের ফলন কম হয়েছে। এর বাজার মূল্যও কম।

ঝিকরগাছা ফতেপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান বলেন, প্রতি একরে (৩ বিঘা) জমির ধান কাটতে বরাদ্দ ছিল ৫ হাজার টাকা। কিন্তু ভাড়া বেশি থাকায় সব ধান মেশিনে কাটা সম্ভব হয়নি। কৃষক যদি আমাদের পরামর্শ ছাড়াই ইচ্ছেমত অতিরিক্ত সার-কীটনাশক প্রয়োগ করে তার দায়ভার তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক বলেন, বীজতলা তৈরি, ধান রোপণ ও কাটার প্রথম দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি উপস্থিত ছিলাম। সব ক্ষেতের ধান কাটার সময় উপস্থিত ছিলাম না। কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

Day-night raping news in Bangladesh, How we are living!

In 1998, a student was raped every night in Jahangirnagar University by arranging a dormitory room; after raping a hundred times, the then ruling...

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে এর কার্যক্রম পরিচালিত হবে। রোববার (১৬ মার্চ)...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯১তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড...

আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ মার্চ, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই...

আরামিটের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

এমডি নিচ্ছেন মাসে ৭ লাখের অধিক, কোম্পানি ডিভিডেন্ট দিতে পারে না! পর্ব-২

মাহিদুল ইসলাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারা অন্যান্য কর্মচারীদের তুলনায় অনেক বেশি হারে বেতন নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, কোম্পানির এমডির বেতন...

আবরার হত্যা: ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন বহাল

কর্পোরেট সংবাদ ডেস্ক : বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই...