January 8, 2025 - 11:50 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকনির্বাচনে বিজয়ী হওয়ার পর যা বললেন এরদোয়ান

নির্বাচনে বিজয়ী হওয়ার পর যা বললেন এরদোয়ান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (২৮ মে) প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হন তিনি।

এরদোয়ানের জয়ের পর তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনের সামনে লাখ লাখ সমর্থক জড়ো হন। তাদের উদ্দেশে এরদোয়ান বলেন, আমরাই একমাত্র বিজয়ী নই। এই নির্বাচনে তুরস্ক ও গণতন্ত্র জয়ী হয়েছে।

তিনি বলেন, আজ কেউ হারেনি। তুরস্কের সাড়ে ৮ কোটি নাগরিক জিতেছে। আর এখন আমাদের জাতীয় স্বপ্নকে ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার সময়।

তিনি জাতীয় লক্ষ্য ও স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ডের তথ্যমতে, নির্বাচনে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

নির্বাচনের ফলাফল জানার পর এরদোয়ান ইস্তাম্বুলের উস্কুদারে তার বাসভবনের বাইরে হাজির হন এবং সেখানে তিনি সমর্থকদের ধন্যবাদ জানান।

এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের জনগণের সহযোগিতায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা আপনাদের আস্থার মর্যাদা দিতে সক্ষম হব, যেমনটি আমরা গত ২১ বছর করেছিলাম।’

‘১৪ মে ও ২৮ মে এর দুই দফা ভোটে দেশের আট কোটি ৫০ লাখ নাগরিকের জয় হয়েছে’, যোগ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

এরদোয়ান আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিলিকদারোগলুকে তার খারাপ ফলাফলের জন্য দায়ী করবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। কারণ ২০১৭ সালের নির্বাচনের তুলনায় সংসদে সিএইচপির আসন সংখ্যা কমেছে।’

এরপর এরদোয়ান আঙ্কারায় যান এবং সেখানে তিনি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। জনগণকে অভিনন্দন জানিয়ে ৬৯ বছর বয়সী এরদোয়ান বলেন, ‘আজকে শুধু তুর্কি জনগণ বিজয়ী হয়েছে। আমি আমাদের জনগণের প্রত্যেককে ধন্যবাদ জানাই, যারা আমাকে আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন।’

এরদোয়ান জাতির লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কারও প্রতি ক্ষুব্ধ ও বিরক্ত নই। এখনই সময় নির্বাচনকে কেন্দ্র করে সব বিতর্ক এবং বিরোধকে একপাশে সরিয়ে দেওয়ার এবং আমাদের জাতীয় লক্ষ্য ও স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হওয়ার।’

এরদোয়ান আরও বলেন, ‘দেশে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি, যা সমাধান করা কঠিন না।’

দেশটির সরকারি তথ্য দেখা যায়, তুরস্কে মুদ্রাস্ফীতি মার্চ মাসে কমে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৫ শতাংশে ছিল, যা অক্টোবরে ছিল ৮৫ দশমিক ৬ শতাংশ।

প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয়… মূল্যস্ফীতির কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যা দূর করা এবং উন্নতির ঘাটতি পূরণ করা।’

এরদোয়ান আরও বলেন, ফেব্রুয়ারির ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠা এবং প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হওয়া শহরগুলোর পুনর্গঠন তার কাছে অগ্রাধিকার পাবে। এরদোয়ান বলেন, ‘আমাদের হৃদয় ও হাত ভূমিকম্প কবলিত অঞ্চলের জন্য অবারিত থাকবে।’

গত ১৪ মে প্রথম পর্বের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট ভোটের প্রথম পর্বে প্রার্থীকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার প্রতিপক্ষ কিলিকদারোগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে, এ পদ নির্ধারণে ভোট পৌঁছে দ্বিতীয় পর্বে, যা গতকাল রোববার সম্পন্ন হলো।

এদিকে, তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদির বাদশাহ সালমান।

এ ছাড়া এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন আর্মেনিয়া, সুইডেন, ইসরায়েল, ফিলিস্তিনি, ইরান, লিবিয়া, হাঙ্গেরি, আজারবাইজান, সুদান, সার্বিয়া, পাকিস্তান, ভেনেজুয়েলা, আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানরাও।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম. কামালউদ্দীনের ইন্তেকাল

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ব্যবস্থাপনা পরিচালক) ও বরেণ্য ব্যাংকার এম. কামালউদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: মাদক ব্যবসায়ের সাথে জড়িত আল আমিন মল্লিক (৩৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।...

বগুড়ায় জব্দ করা ২৬ হাজার ৯৯০ কেজি সরকারি চাল নিলামে বিক্রি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় জব্দকৃত সরকারি ২৬ হাজার ৯৯০ কেজি চাল নিলামে বিক্রয় করেছে উপজেলা খাদ্য বিভাগ। একই সাথে চাল ধারণের প্রায় ৩...

সৌদি ছাড়ছেন রোনাল্ডো?

স্পোর্টস ডেস্ক : গত তিন বছর সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিন বছরে ক্লাবের হয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন।...

বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ সম্পন্ন করেছে যমুনা ব্যাংক

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ আজ (৮ জানুয়রি, ২০২৫) ঢাকার একটি অভিজাত হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি...

গাংনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিয়াম হোসেন (২১) ও...

একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের খরচ হবে ৪ হাজার ২৪৬...

ইউনিয়ন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৫ম সভা বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন...