আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আলা উদ্দিন (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০ টার দিকে জীবননগর পৌর এলাকার লক্ষীপুর ব্রীজের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আলা উদ্দিন একই উপজেলার আলীপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাজ্জাক হোসেন (৪০)। তিনি একই উপজেলার হাসাদহ গ্রামের সুজা হোসেনের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালে বাইসাইকেল নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন আলা উদ্দিন। এসময় বিপরীত দিক থেকে আসা রাজ্জাক হোসেনের মমোটরসাইকেলের সাথে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আলা উদ্দিন। পরে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত মোটরসাইকেল চালক রাজ্জাককে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের জরুরী বিভাগের চিকিৎসক।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইননগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।