মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক নির্দেশনায় অভিযান পরিচালনা করে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ৭০ হাজার পিচ জব্দ করা হয়।
রোববার (২৮ মে) মধ্যরাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে এ অভিযান চালানো হয়।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরবর্তীতে আনুমানিক রাত ১ টার সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা,তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।